রাজবাড়ীতে মেহগনি বাগানে দুর্বৃত্তের আগুন

রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর এলাকার একটি মেহগনি বাগানে গত সোমবার রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বাগানের প্রায় ৪০টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির মালিক মোতাহার হোসেন বলেন, প্রায় সাত বছর আগে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে প্রায় পাঁচ শতক জমির ওপর তিনি ২০০ মেহগনির চারা রোপণ করে একটি বাগান করেন। গাছগুলো মোটামুটি বড় হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোক মারফত জানতে পারেন তাঁর বাগানে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে সেখানে ছুটে যান। পরে খানখানাপুর হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানান। মোতাহার হোসেনের ভাষ্য,
সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা বাগানটি ধ্বংস করে দিতেই আগুন দিয়েছে। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, বাগানের ঘাস ও গাছ পুড়ে ছাই হয়ে গেছে, ছাই পড়ে আছে। প্রায় ৩৭টি ছোট-বড় মেহগনি গাছের গোড়া আগুনে পুড়ে গেছে। শজনেসহ কয়েকটি গাছের গোড়া অর্ধেক পোড়া। একটি মেহগনি গাছের গোড়ায় প্লাস্টিকের বোতলে পেট্রলজাতীয় পদার্থ দেখা যায়। খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গতকাল বিকেলে বলেন, ‘এ ধরনের সংবাদ আমার জানা নেই। যদি কেউ অভিযোগ নিয়ে আসেন, তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

No comments

Powered by Blogger.