আহত র‌্যাবের গোয়েন্দা পরিচালককে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে

সিলেটে উগ্রবাদীবিরোধী অভিযানের সময় গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর থেকে বুধবার রাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরপর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বুধবার রাত সোয়া ৮টার দিকে বিশেষ এয়ার এ্যাম্বুলেন্স যোগে তাকে দেশে আনা হয়। র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া আজ রাত পৌনে ৯টার দিকে বাসসকে এ তথ্য জানান।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে লে. কর্নেল আবুল কালাম আজাদকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। এরপর তাকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। উল্লেখ্য, লে. কর্নেল আজাদকে শনিবার রাতে সিলেট থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয় এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।
সূত্র : বাসস

No comments

Powered by Blogger.