যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নতুন সম্পর্ক’ স্থাপনে চেষ্টা মেক্সিকোর প্রেসিডেন্টের

মেক্সিকোর প্রেসিডেন্ট এররিক পেনা নিয়েতো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘একটি নতুন সম্পর্ক’ স্থাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার তিনি একথা বলেন। মেক্সিকো তার গুরুত্বপূর্ণ ব্যবসায়ী অংশীদার যুক্তরাষ্ট্রের দিক থেকে যে কয়েকটি ‘কঠিন চ্যালেঞ্জের’ মুখোমুখি হচ্ছে সে ব্যাপারে সমর্থন দেয়ার জন্য তিনি ল্যাটিন আমেরিকার প্রতিবেশী দেশগুলোকে ধন্যবাদ জানান। কোস্টারিকার রাজধানী সান জোসেতে এক দিনব্যাপী সম্মেলনে তিনি একথা বলেন।
সম্মেলনে মেক্সিকো, মধ্য আমেরিকা ও কলম্বিয়ার নেতৃবৃন্দ যোগ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে সম্পাদিত নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) চুক্তি নিয়ে পুনরায় আলোচনার অঙ্গীকার করেছেন। এছাড়া ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি ল্যাটিন আমেরিকার দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি মার্কিন- মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। পেনা নিয়েতো ‘সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একটি নতুন সম্পর্কে গড়ে তোলার মতো কঠিন মুহূর্তে মেক্সিকোর পাশে দাড়িয়ে দেশটির সঙ্গে সংহতি প্রকাশ ও আস্থা রাখার জন্য’ সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান রয়েছে সে ব্যাপারে পেনা নিয়েতো কিছু বলেননি। তবে কয়েক বছরের মধ্যে প্রতিবেশী দেশদুটি’র মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

No comments

Powered by Blogger.