মৌলভীবাজারে উগ্রবাদী আস্তানায় আবার অভিযান শুরু

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ থাকার পর মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুরে জঙ্গি আস্তানায় আবার অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সোয়াট সদস্যরা অভিযান শুরু করেন। এর আগে বুধবার সন্ধ্যায় দুটি আস্তানার মধ্যে ফতেহপুরে ‘অপারেশন হিট ব্যাক’ নামে সোয়াটের এই অভিযান শুরু হয়। রাতে অভিযান বন্ধ করে দিয়ে আজ ভোর থেকে শুরু করার কথা ছিল।
কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে। তবে আভিযান শুরুর আগে সকাল সাড়ে ৭টায় সোয়াটের একটি দল ফতেহপুরের আস্তানায় পৌঁছায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেখানে অভিযান শুরু করতে না পারায় তারা চলে আসে শহরের বড়হাট এলাকার অপর জঙ্গি আস্তানায়। পরে সকাল ৮টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ফতেহপুরের জঙ্গি আস্তানার বাড়িতে পৌঁছায়। তারা বাড়ির উঠানে অবস্থান নেয়। এদিকে শহরের বড়হাট এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানাটি ঘেরাও করে রেখেছে পুলিশ। সকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ এলাকা দিয়ে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।

No comments

Powered by Blogger.