নিউজিল্যান্ডে মার্কিন কূটনীতিককে বহিষ্কার নিয়ে রহস্য

নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে বহিষ্কার করেছে। দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস পুলিশি তদন্তে ওই কূটনীতিককে রেহাই দিতে বলার পর তাকে বহিষ্কার করা হলো। ১২ মার্চের একটি ঘটনায় অপরাধমূলক কার্মকাণ্ডে ওই কূটনীতিক জড়িত ছিল বলে পুলিশের ধারণা। তবে তাকে তদন্তের আওতায় নিয়ে আসার ব্যাপারে দূতাবাস অস্বীকার করলে ওই কূটনীতিককে প্রশ্ন করা সম্ভব হয়নি।
ফলে নিউজিল্যান্ড তাকে সরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়। রোববার তিনি নিউজিল্যান্ড ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে ওই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি পুলিশ। এ ছাড়া তার নামও প্রকাশ করেনি নিউজিল্যান্ড পুলিশ। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুসারে, নিউজিল্যান্ডে কর্মরত সব কূটনীতিক কর্মকর্তাদের অপরাধ থেকে দায়মুক্তি দেয়ার সুযোগ রয়েছে।

No comments

Powered by Blogger.