হামলার পর দামেস্কে তীব্র সংঘর্ষ

সিরিয়ার রাজধানী দামেস্কেকের পূর্বাঞ্চলীয় শহরতলীতে বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে দেশটির সরকারি বাহিনী। রোববার সকালে দামেস্কের জোবার জেলায় বিদ্রোহীরা কয়েকটি গাড়ি বোমা এবং আত্মঘাতী হামলা চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়। খবর বিবিসির। সংঘর্ষে দামেস্কের কেন্দ্রস্থলে কামানের ভারী গোলা এবং রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে,
তারা পাল্টা হামলা চালিয়ে বিদ্রোহীদের কোণঠাসা করে ফেলেছে। সিরীয় যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীদের লক্ষ্য করে ৩০টিরও বেশি বিমান হামলা চালিয়ে সরকারি বাহিনী। বিদ্রোহীদের দখলে দামেস্কের হাতেগোনা কয়েকটি এলাকা রয়েছে। এর মধ্যে জোবার জেলা নগরটির কেন্দ্রস্থল সংলগ্ন। যুদ্ধবিধ্বস্ত এসব এলাকা নিজেদের দখলে রাখার জন্য গত দুই বছরেরও বেশি সময় ধরে বিদ্রোহীদের সঙ্গে সিরীয় বাহিনী লড়াই করে আসছে।

No comments

Powered by Blogger.