মুম্বাই ইন্ডিয়ানসের সহজ জয়

রোহিতের দারুণ ব্যাটিংয়ে সহজ জয় মুম্বাইয়ের
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসকে। লক্ষ্যটা ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল মুম্বাই । মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাত্তাই পাননি বেঙ্গালুরুর বোলাররা। টানা দুই ম্যাচে হারার পর জয়ে ফিরল মুম্বাই। পাঁচ ম্যাচে দলটির দ্বিতীয় জয় এটি। বেঙ্গালুরু হারল তিন ম্যাচের দুটিতে। টস হেরে ব্যাট করা বেঙ্গালুরু ৭ উইকেটে করেছিল ১৭০ রান। ২৪ বলে ইনিংস সর্বোচ্চ ৩৭ রান অ​স্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেডের। এ ছাড়া ৩০ বলে ৩৩ রান করেছেন বিরাট কোহলি। টানা চার টি-টোয়েন্টিতে ফিফটি পর কালই ‘ব্যর্থ’ ভারতের টেস্ট অ​ধিনায়ক। জবাবে ইনিংসে দ্বিতীয় ওভারের প্রথম বলে পার্থিব প্যাটেলকে হারালেও দলকে বিপদে পড়তে দেননি অধিনায়ক রোহিত শর্মা। ৪৪ বলের ৪ চার ও ৩ ছয়ে ৬২ রান করেছেন রোহিত। ১৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান কাইরন পোলার্ডের। ক্যারিবীয় ব্যাটসম্যানের অপরাজিত ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।

No comments

Powered by Blogger.