তেলে আঁকা দলছুট চিত্রকরের ছবি

কাজী হাসিবুল আহসান তন্ময়ের আঁকা ‘ফেরা’ সিরিজের একটি ছবি
বেহারাদের কাঁধে পালকি চড়ে বউ আর যায় না এখন। সেসব স্মৃতিকে ছবিতে ফিরিয়ে এনেছেন চিত্রকর কাজী হাসিবুল আহসান তন্ময়। ৭ ফুট একটি বোর্ডে তিনি এঁকেছেন স্মৃতির সেই তৈলচিত্রটি। তেলে আঁকা এ রকম আরও ২০টি ও অ্যাক্রেলিকে আঁকা ৬টি ছবি নিয়ে শুরু হয়েছে তাঁর পঞ্চম একক চিত্র প্রদর্শনী ‘ফেরা’। গেল চৈত্রসংক্রান্তির বিকেলে ধানমন্ডির ইএমকে সেন্টারে এর উদ্বোধনে ছিলেন শিল্পী মনসুর উল করিম, ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহা ও ব্যান্ড শিল্পী মানাম আহমেদ। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিগুলো দেখে আসা যাবে। সংশোধনী: গতকাল সংস্কৃতি সংবাদের শিরোনাম ছিল ‘সাঁওতালদের জীবনযাপনের ওপর স্থাপত্যশিল্প’। এখানে স্থাপত্যশিল্পের স্থানে হবে ‘স্থাপনাশিল্প’। দুঃখিত। বি.স।

No comments

Powered by Blogger.