সবার আগে ব্রাভোর ৩০০

আর একটি মাত্র উইকেট পেলেই টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট—এই সমীকরণ নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিলেন লাসিথ মালিঙ্গা। কিন্তু চোটের কারণে মাঠেই নামা হয়নি শ্রীলঙ্কার ফাস্ট বোলারের। মালিঙ্গা আটকে রইলেন ২৯৯-তেই। সুযোগটা ভালোই কাজে লাগালেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ২৮৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন, শেষ করেছেন ২৯৮ উইকেট নিয়ে। পরশু আইপিএলে গুজরাট লায়নসের হয়ে ৪ উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে পেরিয়ে গেলেন ৩০০ উইকেটের মাইলফলক। স্বীকৃত টি-টোয়েন্টিতে শীর্ষ ১০ উইকেটশিকারির তালিকায় আছেন বাংলাদেশেরও একজন—সাকিব আল হাসান। ১৮৬ ম্যাচে ২২৫ উইকেট নিয়ে সাকিব ১০ নম্বরে।
টি-টোয়েন্টিতে সফলতম পাঁচ বোলার
ম্যাচ   উইকেট  সেরা  গড়       রা./ও.   ৪/৫ উই.
ডোয়াইন ব্রাভো    ২৯২   ৩০২     ৫/২৩  ২৪.০৪   ৮.০০   ৭/১
লাসিথ মালিঙ্গা     ২২১  ২৯৯      ৬/৭    ১৮.০৩   ৬.৬৯    ৮/৪
ইয়াসির আরাফাত ২১৭  ২৭৭      ৪/৫   ২১.৬০   ৭.৯৮     ১০/০
আলফন্সো টমাস   ২২৫  ২৬৩     ৫/২৪  ২১.৮১   ৭.৫৫     ৪/১
ডার্ক ন্যানেস        ২১৫  ২৫৭     ৫/৩১  ২২.২৫   ৭.৪২     ৭/২

No comments

Powered by Blogger.