প্রথম আলোর খবরে জেলা প্রশাসনের টনক নড়ে!by মশিউল আলম

কক্সবাজার
‘সরকারি পাহাড়ে আবাসন প্রকল্প’ শিরোনামের একটি প্রতিবেদন গত সোমবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হওয়ার পরদিনই কক্সবাজার জেলা প্রশাসনের টনক নড়ে গেল। মঙ্গলবার কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা বসল। সেখানে উপস্থিত ব্যক্তিদের জেলা প্রশাসক মো. আলী হোসেন জিজ্ঞাসা করলেন, প্রথম আলোর প্রতিবেদন সত্য কি না। উপস্থিত ব্যক্তিরা বললেন, সংবাদ সত্য, পাহাড় কেটে অবৈধ আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হলো, ওই অবৈধ আবাসন প্রকল্প উচ্ছেদ করা হবে এবং সেটি গড়ে তোলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া হবে। তার পরদিনের খবর: কক্সবাজারের ‘সৈকতপাড়া পাহাড়’ কেটে গড়ে তোলা অবৈধ আবাসন প্রকল্প উচ্ছেদ করা হয়েছে। কিন্তু জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, তার কোনো খবর নেই। জানা গেল, কারা জড়িত তা নিশ্চিত করতে অনুসন্ধান চালানো হচ্ছে! আসলে অনুসন্ধান চালানোর প্রয়োজন নেই। ‘সৈকতপাড়া পাহাড়’ কেটে আবাসন প্রকল্পটি গড়ে তুলেছিলেন কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহিমসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এই তথ্য প্রথম আলোর সোমবারের প্রতিবেদনেই রয়েছে। আরেকটি বিষয় লক্ষ করার মতো, জেলা প্রশাসক মহোদয় ‘সৈকতপাড়া পাহাড়’ কেটে অবৈধ আবাসন প্রকল্প গড়ে তোলার বিষয়ে প্রথম জেনেছেন প্রথম আলোতে এ-সম্পর্কে প্রতিবেদন প্রকাশের পর। এবং ওই প্রতিবেদনের তথ্য সত্য কি না, সেটাও তাঁর জানা ছিল না বলে তিনি সেদিনের সভায় উপস্থিত ব্যক্তিদের কাছে এর সত্যতা জানতে চেয়েছিলেন। অর্থাৎ, কক্সবাজারের কোথায় আইন লঙ্ঘন করে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে কত কত অবৈধ স্থাপনা দিনের পর দিন গড়ে উঠছে—এ-সম্পর্কে জেলা প্রশাসনের কোনো মনিটরিং বা নজরদারির ব্যবস্থা নেই। কিন্তু কক্সবাজারবাসীর চোখের সামনে দিন-রাত পাহাড় কেটে ঘরবাড়িসহ নানা ধরনের স্থাপনা নির্মাণের কর্মযজ্ঞ চলছে মাসের পর মাস, বছরের পর বছর ধরে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যে এসব জানে না তা মোটেও নয়। আসলে তারা দেখেও দেখছে না। সৈকতপাড়া পাহাড়ের আবাসন প্রকল্প উচ্ছেদ করার পর পাহাড়টির যে চেহারা এখন দেখা যাচ্ছে, তার চেয়ে হৃদয়বিদারক আর কিছু হতে পারে না। অবৈধ প্রকল্প উচ্ছেদ করা হয়েছে বটে, কিন্তু যে পাহাড় ধ্বংস করা হয়েছে তার কী হবে? প্রাকৃতিক পাহাড় তো আর কখনোই ফিরে পাওয়া যাবে না। সৈকতপাড়া পাহাড়টি যখন কাটা শুরু হয়, তখনই যদি জেলা প্রশাসন তা থামিয়ে দিত, তাহলে পাহাড়টি ধ্বংসের হাত থেকে রক্ষা পেত। পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অতীতে অনেক দেখা গেছে। কিন্তু তার ফলে পাহাড় কাটা বন্ধ হয়নি। উচ্ছেদগুলো স্থায়ীও হয়নি। এই ভয়ংকর পরিবেশ-বিনাশী তৎপরতা স্থায়ীভাবে বন্ধ করতে হলে মাঝে মাঝে লোকদেখানো অভিযান না চালিয়ে নিয়মিত নজরদারির একটা স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে। কেউ কোথাও পাহাড় কাটা শুরু করা মাত্র তা বন্ধ করতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাহাড় কাটা দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। কিন্তু যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের বিচার ও শাস্তি হয় না বলেই পাহাড় কাটার প্রবণতা এত ব্যাপক ও প্রবল। সরকারি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দায়িত্বশীলতার প্রয়োজন সবচেয়ে বেশি। সরকারি পাহাড় কেটে অবৈধভাবে গড়ে তোলা আবাসন প্রকল্পে যদি পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসনের কর্মকর্তাদেরও প্লট থাকে, তাহলে এগুলো বন্ধ হবে কীভাবে?

No comments

Powered by Blogger.