প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী আবার স্টামফোর্ডের প্রো-ভিসি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. কে. মউদুদ ইলাহীকে ৪ বছরের জন্য আবার নিয়োগ দিয়েছেন। ড. ইলাহী ২০০৭ সালের ১ অক্টোবর থেকে স্টামফোর্ডে প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী ২০০০-২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন একাডেমিক ও বিধিবদ্ধ পদে দায়িত্ব পালন করেন। ড. ইলাহী তার বর্ণাঢ্য কর্মজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারি শাখার উপদেষ্টা সদস্য, বাংলাদেশ সরকারের বন্যা নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত সংগঠনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর এবং ১৯৭১ সালে ইউ.কের ডারহাম ইউনিভার্সিটি থেকে সোশ্যাল সায়েন্সে পি.এইচডি. ডিগ্রি লাভ করেন। প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী ব্রিটিশ কাউন্সিল-ওভারসিস ডেভেলপমেন্ট এডমিন্সিট্রেশনের (ইউ.কে.) অর্থায়নে পরিচালিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জি.আই.এস. সম্পর্কীয় প্রজেক্টে লিংক কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেন। সম্প্রতি তার উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে UGC-HEQAP প্রোগ্রামের আওতায় এ বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগে ২টি ল্যাবরেটরি তৈরি হয়েছে। তিনি পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগবিষয়ক অনেক গবেষণাকর্মের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

No comments

Powered by Blogger.