গ্যাস বিচ্ছিন্ন করেছে ইসরাইল : শীতে নাজেহাল গাজাবাসী

স্থল ও জলপথে ইসরায়েলের কড়াকড়ির কারণে বহু আগে থেকেই অবরুদ্ধ আছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে গ্যাস বিচ্ছিন্নের খড়্গ। এতে তীব্র শীতে নাজেহাল অবস্থা অবরুদ্ধ গাজাবাসীর। আলজাজিরার এক অনুসন্ধানে এমন চিত্র পাওয়া গেছে।
গাজার বামপন্থী সংগঠন ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনস কমিটি ইন গাজা’র সদস্য তোলফিকার সোয়াইরজু আলজাজিরাকে বলেন, গত বছরের ডিসেম্বরের শুরুর সময় থেকে গাজায় গ্যাসের প্রবেশ ৫০ শতাংশ কমেছে।
‘লোকজন গ্যাস সংকটে ভুগছে...বিশেষত পেট্রলের দাম বেশি হওয়ায় লোকজন গাড়িতে ব্যবহারের জন্য গ্যাস ব্যবহার করছে। সে জন্যও গ্যাস সংকট দেখা দিয়েছে’, যোগ করেন সোয়াইরজু।
গাজার বামপন্থী দলের এই নেতা বলেন, ইসরায়েল ইচ্ছা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে, যাতে শাসক দল হামাসের প্রতি জনগণ রুষ্ট হয়।
এ বিষয়ে জানতে ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আলজাজিরা। কিন্তু তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মানবাধিকার সংগঠন ‘ইউরো-মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস মনিটর’-এর পরিচালক ও গাজার বাসিন্দা রামি আবদু বলেন, গাজার ২০ শতাংশ বাড়িতে গ্যাস নেই। এ ছাড়া স্কুল ও হাসপাতালগুলোরও একই অবস্থা।

No comments

Powered by Blogger.