পাঠানকোটে তদন্ত দল পাঠাবে পাকিস্তান

ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অতিরিক্ত তথ্য সংগ্রহে পাঠানকোটে তদন্ত দল পাঠাতে চায় পাকিস্তান। ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ইসলামপন্থী সংগঠন জইশ-ই মোহাম্মদের (জেইএম) কয়েকজন সদস্যকে বুধবার আটক করেছে দেশটি। জেইএমের কার্যালয়ও সিলগালা করে দেয়া হয়েছে। পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহেল শরিফের মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠকে সন্ত্রাসীদের ব্যাপারে শক্ত অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেয়ার পরই জয়েশ-ই মোহাম্মদের সদস্যদের গ্রেফতার করা হয়। রাষ্ট্রীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাকিস্তানে জয়েশ-ই মোহাম্মদের কার্যক্রম বন্ধ করার জন্য সংগঠনটির কার্যালয় সিলগালা করে দেয়া হয়েছে।
খবর দ্য হিন্দু, এপি। হামলার বিষয়ের ভারতের চাপে পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের দুই দিন আগে পাকিস্তান অভিযুক্তদের গ্রেফতার করল। এদিকে গ্রেফতারের পর এক যৌথ বার্তায় প্রেসিডেন্ট নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহেল শরিফ বলেন, এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। পাঠানকোট হামলার তদন্তকার্যে পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য পাকিস্তান একটি বিশেষ অনুসন্ধান দল (স্পেশাল ইনভেস্টিগেশন টিম-এসআইটি) পাঠাতে আগ্রহী। রাষ্ট্রীয় বিবৃতিতে পাকিস্তান সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থা তুলে ধরার পর উল্লেখ করা হয়, পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকে ব্যাহত করতে পাকিস্তান অঙ্গীকারাবদ্ধ। ভারতে হামলার ঘটনায় পাকিস্তানিদের সংশ্লিষ্টতা নিয়ে চলমান তদন্তে অগ্রগতি হয়েছে উল্লেখ করে বলা হয়, ‘আরও অগ্রগতির জন্য কিছু অতিরিক্ত তথ্য প্রয়োজন। আর সে কারণে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে দেশটিতে বিশেষ তদন্তকারী দল পাঠানোর কথা চিন্তা করছে পাকিস্তান।’ ২ জানুয়ারি রাতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনায় ৬ হামলাকারী আর নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হন।

No comments

Powered by Blogger.