দলীয়করণের রাজনীতি করবো না

দলীয়করণের রাজনীতি কখনোই করবেন না বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক নাগরিক শোকসভায় তিনি এ মন্তব্য করেন। গণফোরামের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাশেম ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নওয়াব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ শোকসভার আয়োজন করা হয়। বর্তমানে দলীয়করণের রাজনীতি চলছে অভিযোগ করে ড. কামাল হোসেন বলেন, ১৯৮০ থেকে ১৯৮৬ সালে রাজনীতিতে যে সংকট ছিল, বর্তমানেও সেই সংকট চলছে। তখন যেমন ভোটারবিহীন নির্বাচন, মিডিয়া ক্যু ছিল- বর্তমানেও তাই চলছে। দেশের জনগণের ঐক্যের ওপর জোর দিয়ে আলোচনা সভায় তিনি বলেন, এই মুহূর্তে দেশের জনগণের মধ্যে ঐক্য দরকার। এক্ষেত্রে তরুণ সমাজই মুখ্য ভূমিকা পালন করতে পারে। যেমনটা তারা ভ্যাটবিরোধী আন্দোলনে মাধ্যমে দেখিয়ে দিয়েছে। আলোচনা সভায় ড. কামাল হোসেন বলেন, আবুল কাসেম ও নওয়াব আলী কখনো দলীয়করণের রাজনীতি করেননি। আমিও তাদের নীতিতেই রাজনীতি করবো, দলীয়করণের রাজনীতি নয়। শোকসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নারী নেত্রী ফৌজিয়া মুসলেম প্রমুখ।

No comments

Powered by Blogger.