বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলা, ৩০ জিম্মি মুক্ত

বুরকিনা ফাসোর একটি হোটেলে সন্ত্রাসী হামলার পর জিম্মি ৩০ ব্যক্তি মুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মুক্ত হওয়ার ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির এক মন্ত্রী ক্লেমেন্ট সাওয়াদোগো। হামলাকারীদের নির্মূলে অভিযান এখনও চলছে। দেশটির রাজধানী ওউয়াগাদৌগু এর একটি হোটেলে সন্ত্রাসীদের ওই হামলায় কমপক্ষে ২০ জনের প্রাণহানী হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির খবরে বলা হয়, স্পেøনডিড হোটেলে কয়েকজন মুখোশধারী হামলাকারী অতর্কিত হামলা চালিয়ে অনেককে জিম্মি করে নেয়। এর আগে হোটেলের বাইরে গাড়ি বোমা বিস্ফোরিত হয়। বুরকিনা ফাসোর যোগাযোগ মন্ত্রী রেমিস ডানজিনৌ এক টুইটে ৩০ জিম্মির মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামরিক অভিযান এখনও চলছে। তিনি আরও জানিয়েছেন, হামলায় আহত ৩৩ জন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হোটেলের মধ্যে ঠিক কতজন মানুষ জিম্মি রয়েছে তা এখনও নিশ্চিত নয়। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হামলা চালায় সন্ত্রাসীরা। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা বিশ্বের নাগরিকরা হোটলটি বেশি ব্যবহার করেন। হামলার লক্ষ্যও তারা বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীরা প্রথমে  হোটেলের বাইরে দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তিন-চারজন হামলাকারী হোটেলের ভেতরে ঢুকে গুলি চালায় ও অনেককে জিম্মি করে। ওউয়াগাদৌগু ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক রবার্ট সানগারে বিবিসিকে বলেন, চিকিৎসাধীন আহতদের কারও কারও গায়ে গুলির চিহ্ন আছে। কেউ  কেউ আবার জঙ্গিদের হাত থেকে বাঁচতে লাফিয়ে পড়েছিলেন। জঙ্গি তৎপরতা নজরদারি গ্রুপ সাইট জানিয়েছে, আল কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব হামলার দায় স্বীকার করেছে।

No comments

Powered by Blogger.