গরুর মাংস রাখার সন্দেহে ভারতে মুসলিম দম্পতির ওপর হামলা

ভারতে আবারও গরুর মাংস নিয়ে এক মুসলিম দম্পতিকে হেনস্থা করেছে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন। হেনস্তার শিকার হওয়া ওই দম্পতি মধ্যপ্রদেশের হারদা জেলার বাসিন্দা। তাদের নাম নাসিমা বানু ও মুহম্মদ হুসেইন। তারা অভিযোগ করেছেন, ট্রেনে করে যাচ্ছিলেন তারা। এমন সময় গোরক্ষক সমিতি নামের একটি সংগঠনের একদল সদস্য তারা গরুর মাংস নিয়ে যাচ্ছেন অভিযোগ তুলে হেনস্তা করে। এ খবর দিয়েছে বিবিসি। এর আগে ভারতের উত্তরপ্রদেশে বাড়িতে গরুর মাংস আছে এমন মিথ্যা গুজব ছড়িয়ে এক মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এবারে, হয়রানীর শিকার হলেনর হারদা জেলার মুসলিম দম্পতি। তারা ট্রেনে যাওয়ার সময় খিরকিয়া নামক একটি স্টেশনে ওই হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা ট্রেনে ওঠে। তারা দাবি করে তাদের কাছে খবর আছে কেউ গরুর মাংস নিয়ে ট্রেনে উঠেছে। এরপর সবার ব্যাগ তল্লাশি শুরু করে তারা। ওই দম্পতির ব্যাগও তল্লাশি করা হয়। কিন্তু এরপর তাদের হেনস্তা করা শুরু হয়। প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশির পর মালপত্র এদিক সেদিক ছড়িয়ে দেয়া হয়। নাসিমা বানু প্রতিবাদ করতে শুরু করেন। এরপর তার হাত ধরে টানা টানি করতে থাকে অভিযুক্তরা। নাসিমা বানুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় বলে অভিযোগ করেন তার স্বামী মুহম্মদ হুসেইন। যেই গোমাংস আছে অভিযোগে তারা তল্লাশি আর হেনস্তা করেছে তা কিন্তু মেলেনি। ওই দম্পতির কাছে ছিল মহিষের মাংস। পুলিশ শারীরিক নিগ্রহের অভিযোগে ওই সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, কয়েক মাস ধরেই গরুর মাংস নিয়ে উস্কানিমূলক বিবাদ সৃষ্টি করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

No comments

Powered by Blogger.