এরদোগান বাঁচার সুযোগ করে দিলেন আত্মহত্যায় উদ্যত যুবককে

তুরস্কের ইস্তাম্বুলে একটি ব্রিজ থেকে নদীতে পড়ে আত্মহত্যায় উদ্যত এক যুবককে নতুন করে বাঁচার সুযোগ করে দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান।
শুক্রবার ইউরোপ ও এশিয়া সংযোগকারী বসফরাস ব্রিজের রেলিংয়ে উঠে লোকটি আত্মহত্যার হুমকি দিচ্ছিল। এরদোগানের গাড়ি বহর তখন সেখান দিয়ে যাচ্ছিল। এ সময় তিনি লোকটিকে ঘিরে মানুষের ভীড় দেখে তার ড্রাইভারকে গাড়ি থামাতে নির্দেশ দেন এবং লোকটিকে তার কাছে ডেকে আনতে বলেন।
টেলিভিশনের ছবিতে দেখা যায়, এরদোগানের স্টাফরা তাকে প্রেসিডেন্টের সাথে কথা বলতে বলেন। এরপর তাকে রেলিং থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।
লোকটি পারিবারিক সমস্যার কারণে হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দোগান নিউজ এজেন্সি।
টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায় প্রেসিডেন্টের স্টাফরা তাকে বলেন যে, প্রেসিডেন্ট আপনার সাথে কথা বলতে চান। এতে প্রথমে তিনি কিছুটা বিভ্রান্ত হলেও পরে গাড়িতে বসা প্রেসিডেন্টকে দেখে নীচে নেমে আসেন।
জানা যায়, প্রেসিডেন্টের সাথে কথা বলে লোকটি বাড়ি ফিরে যায়। প্রেসিডেন্ট এ সময় তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বলে খবরে প্রকাশ।

No comments

Powered by Blogger.