ইসরাইলি রাব্বির হুঙ্কার : ফিলিস্তিনিদের হত্যা করা ধর্মীয় দায়িত্ব

স্যামুয়েল ইলিইয়াহু
ইসরাইলি কট্টরপন্থী রাব্বিরা বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হত্যা করা 'ধর্মীয় দায়িত্ব'। ইসরাইলি মিডিয়া এ খবর প্রকাশ করেছে।
ইসরাইলি নিউজ ওয়েবসাইট ওয়ালা জানিয়েছে, ডানপন্থী রাব্বিরা ফিলিস্তিনি আন্দোলন দমন-সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছেন, এটা শুধু খালি হাতে নয়, ফিলিস্তিনিদের হত্যা করে হলেও দমন করা ধর্মীয় দায়িত্ব।
সাফেদ নগরীর প্রধান রাব্বি স্যামুয়েল ইলিইয়াহু আরেক ধাপ এগিয়ে যেসব ইসরাইলি পুলিশ ও সৈন্য আটকের পরও ফিলিস্তিনিদের জীবিত রাখেন তাদের তীব্র সমালোচনা করেছেন।
তিনি ফেসবুকে বলেছেন, দুর্বৃত্তদের আটকের পর জীবিত রাখা নিষিদ্ধ। কারণ সেক্ষেত্রে এই আশঙ্কা থেকে যায় যে, তারা মুক্তি পেয়ে আবার হত্যাকাণ্ড চালাবে।
ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধ আন্দোলন সৃষ্টি করার প্রেক্ষাপটে ইহুদি রাব্বিরা এই মন্তব্য করলেন। ইসরাইলি নৃশংসতা, নির্বিচার হত্যাকাণ্ড সত্ত্বেও ফিলিস্তিনিরা আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষপাতী।
সূত্র : মিডলইস্ট মনিটর

No comments

Powered by Blogger.