ভারতকে ‘সহ্যাতীত ক্ষয়ক্ষতি’ বরণ করতে হবে : পাক সেনাপ্রধান

পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ বা সংক্ষিপ্ত যুদ্ধ শুরু করলে ভারতকে ‘সহ্যাতীত ক্ষয়ক্ষতি’ বরণ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। তিনি বলেন, আমি একটি কথা পুনরায় ব্যাক্ত করতে চাই, বহিঃশক্তির যেকোনো আগ্রাসন মোকাবিলা করতে স¤পূর্নরূপে সক্ষম আমাদের সামরিক বাহিনী। যদি শত্রুরা যদি কোনো হঠকারি কাজ করতে যায়, সেটার আকার যা-ই হোক না কেন, ছোট অথবা বড় - তাদেরকে সহ্যাতীত ক্ষয়ক্ষতি বরণ করতে হবে। রাওয়ালপিন্ডিতে রবিবার ভারতের বিরুদ্ধে ১৯৬৫ সালের যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে সেনাবাহিনীর আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ খবর দিয়েছে বার্তাসংস্থা পিটিআই। গত সপ্তাহে ভারতীয় সেনাপ্রধান দলবীর সিং সুহাগ বলেন, ভারতীয় সেনাবাহিনী ‘ক্ষ্রিপ্যগতির, সংক্ষিপ্ত প্রকৃতির ভবিষ্যৎ যুদ্ধে’র জন্য প্রস্তুত। ধারণা করা হচ্ছে, তার এ মন্তব্যের প্রেক্ষিতেই ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাহিল শরিফ। নিজের বক্তৃতায় কাশ্মীরকে ‘দেশভাগের অসমাপ্ত এজেন্ডা’ বলেও আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, কাশ্মীর সমস্যা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী গণভোটের মাধ্যমে সমাধান করা উচিৎ।

No comments

Powered by Blogger.