বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে জাতিসঙ্ঘ

বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে জাতিসঙ্ঘ। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর জেনেভাতে অনুষ্ঠেয় সভায় শিশু অধিকার বিষয়ক জাতিসঙ্ঘ সনদের বাধ্যবাধকতা বাংলাদেশ কতটা মেনে চলছে তা পর্যালোচনা করা হবে।
১৮ জন স্বাধীন বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এ সংক্রান্ত কমিটি শিশু অধিকার পরিস্থিতি নিয়ে সরকারের দেয়া প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি সরকারি প্রতিনিধি দলের সাথে প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশ নেবে।
জেনেভাতে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দফায় দফায় বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চিলি, কিউবা, কাজাখাস্তান, মাডাগেস্কার, পোল্যান্ড, তিমুর ও সংযুক্ত আবর আমিরাতে শিশু অধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
এতে শিশু অধিকার বিষয়ক জাতিসঙ্ঘ সনদের শিশু বিক্রি, শিশু পতিতা ও শিশু পর্নোগ্রাফি এবং সশস্ত্র সংঘাতে শিশুর ব্যবহার সংক্রান্ত দুটি প্রটোকলের বাস্তবায়নও পর্যালোচনা করা হবে।
বাংলাদেশে সম্প্রতি নির্যাতনের মাধ্যমে শিশু হত্যার কয়েকটি ঘটনা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

No comments

Powered by Blogger.