হিন্দু? নিঃসন্তান? বিশ্ব হিন্দু পরিষদ খুলছে হেল্পলাইন!

নিঃসন্তান হিন্দু দম্পতিদের সাহায্যার্থে এবার নয়া হেল্পলাইন চালু করছে বিশ্ব হিন্দু পরিষদ। মুসলিম সংখ্যাধিক্য রুখতেই এই উদ্যোগ, জানালেন প্রবীণ তোগাড়িয়া। মুসলিমদের তুলনায় উল্লেখযোগ্য হারে কমছে হিন্দু জনসংখ্যা। এই কারণে ভাঁজ পড়েছে সঙ্ঘ পরিবারের কপালে। মুশকিল আসান করতে নিঃসন্তান হিন্দু দম্পতিদের জন্য হেল্পলাইন চালু করতে চলেছে ভিএইচপি। সম্প্রতি নাসিকে কুম্ভমেলা প্রাঙ্গনে এমনই ঘোষণা করলেন সংগঠন প্রধান তোগাড়িয়া। তিনি জানিয়েছেন, সমস্যার সমাধানে প্রয়োজনীয় চিকিত্সার সুবিধাও মিলবে হেল্পলাইনে। এমনকি, দরকারে সাহায্য নেওয়া যাবে আইভিএফ প্রযুক্তির। মুসলিম সম্প্রদায়ের সংখ্যাবৃদ্ধি যে সঙ্ঘ পরিবারের যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তা সংগঠনের মুখপত্রের সাম্প্রতিক নিবন্ধেই প্রমাণ মিলেছে। ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, 'দেশের সব সম্প্রদায় জনসংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু মুসলিমরা পরিস্থিতির উল্টো পথে হেঁটে নিজেদের সংখ্যা ক্রমাগত বাড়িয়ে চলেছে। বিষয়টি উদ্বেগজনক। সম্প্রতি মুসলিম জনসংখ্যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে হিন্দুদের মাত্র ৭.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে।' কুম্ভমেলার অধিবেশনে প্রবীণ তোগাড়িয়ার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন হিন্দু পুরোহিত ও সন্ন্যাসী। ওই মঞ্চ থেকে আইন পাশ করিয়ে দেশে গো-হত্যা নিষিদ্ধ করার আবেদনও জানানো হয়।–টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.