তারা না মানুষ, না আল্লাহর ক্ষমা পাবে: খালেদা

সরকারের পরিণতির প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তাদের পরিণতি যখন বুঝবে, তখন কোথাও জায়গা হবে না। না দেশের মানুষ, না আল্লাহর কাছে ক্ষমা পাবে তারা।   সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ অনুষ্ঠানের আয়োজন করে।   ইফতারে জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টিসহ (কাজী জাফর) জোটের শরিক দলের প্রতিনিধিরা অংশ নেন।   সম্প্রতি চট্টগ্রামে আটক  কোকেনের চালানের কথা উল্লেখ করে খালেদা জিয়া অভিযোগ করেন, “এই আমদানির সঙ্গে জড়িত সরকারের লোকজন। তারা নিজেরা নষ্ট হয়ে গেছে। এখন দেশের যুব সমাজকে ধ্বংস করতে চাচ্ছে। দেশের মানুষকে এই সরকারের কর্মকাণ্ডের বিষয়ে সচেতন হতে হবে।”   খালেদা জিয়া বলেন, “দেশ আজ গণতন্ত্রহীন। ঘরে-বাইরে, ইউনিভার্সিটিতে কোথাও নারীদের নিরাপত্তা নেই। আগে আমরা কোথাও দেখিনি বাস-ট্রেনে কোথাও মেয়েদের  নির্যাতন করতে। এখন আওয়ামী লীগ প্রচুর অবৈধ টাকা আয় করছে। কোথায় খরচ করবে তা বুঝতে পারছে না। দেশের এই পরিস্থিতি দেখে দুঃখ হয়।”   বিএনপির চেয়ারপারসন বলেন, “অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শুধু বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে। আর সাধারণ মানুষের দিকে তাদের কোনো নজর নাই। এদিকে দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে।” তিনি বলেন, দেশের মানুষ রোজা পালন করলেও তাদের মনে শান্তি নেই।   সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “এই জালেমরা বিদায় নিবে। যারা বড় বড় কথা বলছে, বাজে নোংরা কথা বলছে, তাদের কী পরিণতি হবে- সেটা তারা বুঝতে পারছে না। যখন বুঝবে যে অন্যায় করেছিল, তখন না দেশের মানুষের কাছে ক্ষমা পাবে, না আল্লাহর কাছে ক্ষমা পাবে। তাদের কোথাও জায়গা হবে না।”   জাগপা-প্রধান শফিউল আলম প্রধানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি কাজী জাফর আহমদ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী,  খেলাফত মজলিশের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মুর্তজা, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, লেবার পার্টির  মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামা ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের গরীবে  নেওয়াজ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, জামায়াতে ইসলামীর আমিনুল ইসলাম, সাঈদীপুত্র শামীম সাঈদী, আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, কামরুজ্জামানের  ছেলে হাসান ইমান ওয়ামি প্রমুখ।

No comments

Powered by Blogger.