নির্বাচনের এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনের এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন শত নাগরিকের আহ্বায়ক প্রফেসর এমাজউদ্দীন আহমদ। বলেছেন, এখনও দেশের একটি বড় রাজনৈতিক দলের কার্যালয়ে তালা ঝুলছে। তিন তিনবারের প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন। বিভিন্ন জায়গায় বিরোধী নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে। অবিলম্বে বিরোধী প্রার্থীদের প্রচারণার জন্য সমান সুযোগ দেয়ার আহ্বান তিনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জিয়া কল্যাণ পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, চরম দুঃসময়েও খালেদা জিয়া সিটি নির্বাচনে অংশ নেয়ার পক্ষে সায় দিয়েছেন। এ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে হবে। সিটি নির্বাচনে সবার জন্য সমান সুযোগের জন্য বিএনপি নেতাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করে এমাজউদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রী সংসদে বক্তব্যে বলেছেন, তিনি সমতল বিষয়টি বুঝতে পারছেন না। তার বক্তব্যের উত্তরে বলবো- একজন ভোটার যখন নিজের ইচ্ছেমতো নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, একজন প্রার্থী যখন নির্বিঘ্নে ভোটারদের কাছে যেতে পারবেন, সভা-সমাবেশ করতে পারবেন সেটা হবে নির্বাচনের সমতল মাঠ। আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোন এলাকায় কোন প্রার্থীকে বাধা না দেয়। তিনি বলেন, বর্তমান সরকার অনৈতিক ও জনসমর্থনহীন। গণতন্ত্রের পক্ষের প্রার্থীদের পক্ষে শত নাগরিক কমিটির লোকরা ঢাকার প্রতিটি ওয়ার্ডে যাবে। শুধু শত নাগরিক কমিটির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের গণতন্ত্রকামী সব পক্ষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। চট্টগ্রামে ৫০১ সদস্যবিশিষ্ট কমিটি হয়েছে, ঢাকায় প্রয়োজনে এক হাজার এক সদস্যবিশিষ্ট কমিটি করতে হবে। এ নির্বাচন সরকারবিরোধী আন্দোলনের সুযোগ বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে তিন সিটি করপোরেশনকে নিজের দখলে আনতে হবে। বিজয় নিশ্চিত করতে না পারলে সামনে আরও ভুগতে হবে। কোথাও কোন অন্যায় চিহ্নিত হলে তা সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। তরুণদের এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জিয়া কল্যাণ পরিষদের আহ্বায়ক রাহিজা খানম ঝুনুর সভাপতিত্বে সিটি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির সহযোগী সংগঠনের নেতারা আলোচনায় অংশ নেন।

No comments

Powered by Blogger.