টইটং ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান লোকমান হাকিমের স্মরণ সভায় বক্তারা- সমাজে ভাল মানুষ হওয়ার চাইতে বড় মানুষ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে

অভিবক্ত চকরিয়া বর্তমান পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিক্ষানুরাগী, সমাজকর্মী ও মেরিট বাংলাদেশ ফাউন্ডেশন এর সহ-সভাপতি মৌলভী লোকমান হাকিম এর অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল বলেছেন, আমাদের সমাজে শিক্ষিত ও সমাজকর্মীকে আরো বেশি বেশি মূল্যায়ন করতে হবে। গুণী মানুষকে তাঁর কাজের স্বীকৃতি প্রদান করে সমাজ উন্নয়নে উৎসাহিত করতে হবে। বর্তমান সমাজে ভাল মানুষ হওয়ার চাইতে বড় মানুষ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এটি জাতির জন্য শুভকর নয়। জনাব শাব্বির ইকবাল আরো বলেছেন, মৌলভী লোকমান হাকিম চকরিয়া, পেকুয়া ও টইটং এর জন্য আলোকিত মানুষ ছিলেন। প্রান্তিক এলাকার অবহেলিত লোকদের শিক্ষায় উন্নয়নের জন্য তিনি স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান রাখেন। সমাজ উন্নয়নে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ এলাকাবাসী তাঁকে চারবার ইউপি সদস্য ও দুইবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মূল্যায়ন করেছেন। মৌলভী লোকমান হাকিম বড় মানুষ ছিলেন না তিনি ছিলেন ভাল মানুষ। তাঁর মত ভাল মানুষ সমাজ ও জাতীর জন্য বড় বেশি প্রয়োজন। টইটং পূর্ব সোনাইছড়ি যুবকল্যাণ পরিষদের উদ্যোগে এক নাগরিক শোক সভা বহাদ্দারহাটস্থ মেরিট বাংলাদেশ কলেজ মিলনায়তনে ১৯ এপ্রিল বিকেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিন মুনির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি লায়ন আলহাজ্ব সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, জয়নাল আবেদীন চৌধুরী লিটন, অধ্যাপক কবি শিহাব ইকবাল, মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ।

No comments

Powered by Blogger.