আইএস আরও বিস্তৃত হয়েছে

সিরিয়া ও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার পর ইসলামিক স্টেট (আইএস) আরও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার রাতে যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রোববার এ কথা বলেন তিনি। গত বছরের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় চালানো মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় তার সরকার কতটুকু উপকৃত হয়েছে এমন প্রশ্নের জবাবে বাশার বলেন,
‘কখনও আপনি স্থানীয় পর্যায়ে কিছুটা সুবিধা পেতে পারেন। কিন্তু আপনি যদি আইএসআইএল (বর্তমানে আইএস) নিয়ে সাধারণভাবে চিন্তা করেন তাহলে দেখবেন, প্রকৃতপক্ষে হামলার পর সংগঠনটি আরও বিস্তৃত হয়েছে।’ তিনি বলেন, ‘বিমান হামলার পর থেকে প্রতি মাসে অন্তত এক হাজার জনকে দলে টানতে সক্ষম হয়েছে আইএসআইএস।’ ‘শুধু সিরিয়ায়ই নয়; ইরাক, লিবিয়া বা অন্যান্য অঞ্চলে আল কায়দা সংশ্লিষ্ট সংগঠনগুলো আইএসআইএসের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করেছে। এটাই প্রকৃত পরিস্থিতি।’

No comments

Powered by Blogger.