ইয়েমেনে সৌদি জোটের অভিযান চলছে, সমর্থন পুনর্ব্যক্ত ওবামার

ইয়েমেনে হাউদি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা অব্যাহত রয়েছে। জোটে রয়েছে মিশরও। জিসিসি’র ৬টি সহ ১০টিরও বেশি দেশ নিয়ে এ জোট গঠন করা হয়েছে। বিদ্রোহীদের অগ্রসর হওয়া রুখতে রাস্তায় রাস্তায় লড়াই করছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির সমর্থকরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে কথা বলেছেন এবং সামরিক অভিযানে তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সমর্থকরা হাউদি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে যোগ দিয়েছে। লড়াই সাময়িকভাবে বন্ধ রাখার ব্যাপারে চুক্তির আহ্বান জানিয়েছে তারা। কিন্তু, বিদ্রোহীদের হাত থেকে হাদির সরকারকে রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সৌদি আরব। এদিকে শিয়া নেতৃত্বাধীন ইরান হাউদি বিদ্রোহীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ এনেছে মূলত সুন্নি-অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ওবামা ও বাদশাহ সালমান ইয়েমেনে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অর্জনের ব্যাপারে সম্মত হয়েছেন। পালিয়ে সৌদি আরবের রিয়াদে অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট হাদি। রিয়াদে পৌঁছেই মিশর সফরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি মিশরে অবস্থান করছেন এবং সেখানে সপ্তাহের শেষদিকে আরব লীগের একটি সম্মেলনে অংশ নেবেন বলে নিশ্চিত করেন হাদি।

No comments

Powered by Blogger.