রিভিউ পর্যন্ত আইনি লড়াই: তাজুল

জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি বহাল থাকায় রিভিউ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। রায় ঘোষণার পর আজ তিনি বলেন,ট্রাইব্যুনালের সাজা বহাল রয়েছে আপিলের রায়ে। এর চেয়ে বেদনায়ক আর কিছু হতে পারে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা এতে বেদনাহত, মর্মাহত। তিনি বলেন, আপিলেও ন্যায় বিচার পেলেন না কামারুজ্জামান। সর্বোচ্চ আদালতের রায় মানতে হবে। রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনাল আইনে রিভিউয়ের সুযোগ না থাকার কথা বললেও ‘রিভিউ এর সুযোগ না দিয়ে’ রায় কার্যকর করা যাবে না বলে মন্তব্য করেন তাজুল। তিনি বলেন, রিভিউ সাংবিধানিক অধিকার। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে- রিভিউ মেনটেইনেবল না। কাদের মোল্লার রায়ের ক্ষেত্রেও রিভিউ করা হয়েছিল। সুতরাং রিভিউ নিষ্পত্তি করতে হবে। মেরিটেবল না হলে রিভিউ খারিজ হতে পারে। এক প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আইনজীবী বলেন,রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়টি আসামির ব্যক্তিগত বিষয়।

No comments

Powered by Blogger.