কাপ্তাইয়ে গুলিবিদ্ধ হাতিটি সমাহিত করা হয়েছে

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ মৃত হাতিটিকে কাপ্তাইয়ের শুকনাছড়ি পাহাড়ে সমাহিত করা হয়েছে। রোববার দুপুরে মারা যাওয়ার পর হাতিটির পোষ্ট মর্টেম শেষে সোমবার দুপুরে কাপ্তাইয়ের বন কর্মকর্তাদের উপস্থিতিতিতে বন বিভাগের শুকনাছড়ি পাহাড়ে হাতিটিকে মাটির গর্তে সমাহিত করা হয়। কাপ্তাই কর্ণফুলি রেঞ্জের ষ্টেশন অফিসার শরিফুল আলম জানান, শুকনাছড়ি পাহাড়ে হাতিটিকে মাটির গর্তে সমাহিত করতে স্থানীয় ২০ জন শ্রমিককে কাজে লাগানো হয়েছে।  হাতির মৃত্যুর ঘটনায় কাপ্তাই থানায় একটি জিডি করা হয়েছে।

গত ২২ অক্টোবর হাতিটিকে আহত অবস্থায় বন বিভাগ হ্রদের কলমিছড়া বিট এলাকা থেকে উদ্ধার করে। হাতিটিকে কতিপয় দু®কৃতিকারী মাথায় এবং ঘাড়ে গুলি করে।  ১২ দিন চিকিৎসার পর রোববার দুপুরে হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

No comments

Powered by Blogger.