‘বিশ্বকাপের ফাইনালে থাকছেন শাকিরা’

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মাধ্যমে উঠে আসেন শাকিরা। বিশ্বজুড়ে ঝড় তোলেন ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে। সেবার দাক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন বিখ্যাত কলাম্বিয়ান পপ-সঙ্গীত শিল্পী শাকিরা। এরপর দীর্ঘ চার বছর পর আবারও তিনিই দৃশ্যপটে। যদিও এবারের ব্রাজিল বিশ্বকাপে আয়োজকরা আনুষ্ঠানিক উদ্বোধনী সঙ্গীতের জন্য বেছে নেন আমেরিকান সংগীত শিল্পী জেনিফার লোপেজকে। তার সঙ্গে ছিলেন পিটবুল ও ক্লদিয়া লেইত। উদ্বোধনী অনুষ্ঠানে তারা পরিবেশন করেন ‘ওলে ওলা’। কিন্তু শাকিরার ‘লা লা লা’র জনপ্রিয়তায় ছাড়িয়ে যায় ‘ওলে ওলা’কে। এবার শাকিরার ‘লা লা লা’ ঝড়তোলে ফুটবল প্রেমিদের মধ্যে। আর তাই ফুটবল বিশ্বকাপের আয়োজকরা সমাপনী অনুষ্ঠানটা জমিয়ে তুলতে রিওতে নিয়ে আসছেন শাকিরাকে। আর কলম্বিয়ার এই সঙ্গীত শিল্পী বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গানটি গাইতে পারব বলে খুব রোমাঞ্চিত। এটি পরিবেশনের জন্য আর তর সইছে না বলে জানান শাকিরা। ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গানের মিউজিক ভিডিওর পুরোটা জুড়েই আছে ফুটবল, মেসি ও নেইমার’রা।

No comments

Powered by Blogger.