গাজায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসনের ১৮ দিনে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। গতকাল জাতিসংঘ পরিচালিত এক স্কুলে হামলা চালায় ইসরাইল। এতে কমপক্ষে ১৫ জন মারা গেছে যাদের বেশির ভাগই নারী ও শিশু। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইসরাইলের এ আগ্রাসনকে অগ্রহণযোগ্য বলে অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন। হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করানোর প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি মিশরের রাজধানীর কায়রোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বান কি মুনের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে গাজায় সংঘর্ষ পশ্চিম তীর পর্যন্ত পৌঁছেছে। সেখানে ১০ হাজার প্রতিবাদকারী সমবেত হয়ে ইসরাইলি হামলা ও অবরোধ অবসানের দাবি জানায়। হাজার হাজার প্রতিবাদকারী রামাল্লা থেকে কালান্দিয়া চেকপয়েন্টে অগ্রসর হয়। সেখানে ইসরাইলি বর্ডার পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে দুই ফিলিস্তিনি নিহত হয়। এছাড়াও পূর্ব জেরুজালেমে সংঘর্ষ হয়েছে বলে খবর এসেছে। গত ৮ই জুলাই ইসরাইল গাজায় সামরিক হামলা শুরু করে। তারপর থেকে এখন পর্যন্ত আকাশ ও স্থলপথে হামলা অব্যাহত রেখেছে তারা। এতে নিহত ৮০০ ফিলিস্তিনি বেসামরিক সাধারণ মানুষ। পক্ষান্তরে, নিহত ইসরাইলির সংখ্যা ৩৫ যার মধ্যে ৩৩ জনই সেনাসদস্য। বিবিসির সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে সিনিয়র হামাস নেতা খালেদ মেশাল জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতি চান। একই সঙ্গে যত দ্রুত সম্ভব ইসরাইলি অবরোধের অবসান চান তিনি। উল্লেখ্য, ২০০৬ এ হামাস ইসরাইলি সেনা গিলাদ শালিতকে অপহরণ করলে ইসরাইল গাজা উপত্যকায় অবরোধ জারি করে।

No comments

Powered by Blogger.