ইসরাইলি বর্বরতা: গাজায় এক পরিবারের চার শিশুসহ নয়জন নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের ববর্র হামলায় একই পরিবারের ৪ শিশুসহ নয়জন নিহত হয়েছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের ১২তম দিনে শনিবার শেষ রাতে দখলদার বাহিনীর ট্যাংকের গোলার আঘাতে প্রাণ হারায় তারা।

শনিবার শেষ রাতে ইসরাইলি ট্যাংকবহর হামলা চালায় গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে। ট্যাংকের গোলায় বিধ্বস্ত হয় আবু জুরাদ পরিবারের আবাসস্থল।
হামলায় জুরাদ পরিবারের তিন নারী, দুই পুরুষ ও চার শিশু- হানিয়া, আহলাম, সামিহ ও মুসা মারা যায়।
এদের মধ্যে তাত্ক্ষণিকভাবেই চারজন এবং পরবর্তিতে আরো ৫ জন মারা যায়।
এর আগেও ইসরাইলের গোলায় দুদফায় গাজায় একই পরিবারের চারটি করে শিশু মারা যায়।
এনিয়ে গত ১২ দিনের ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিভে গেছে ৭৭টি শিশুর তাজা প্রাণ।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ‘নেতানিয়াহু আমাদের শিশুদের হত্যা করছে, তবে এর মূল্য তাকে পরিশোধ করতে হবে।’
এদিকে গাজায় শনিবার হামলা আরও জোরদার করেছে ইসরাইল।
শনিবার গাজায় ‘অবিশ্রান্তভাবে ও নির্বিচারে’ ট্যাংকের গোলা নিক্ষেপ করছে ইসরাইল। শনিবারের হামলায় মারা গেছে অন্তত ৩৪ জন।
গাজায় ১২ দিনের ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৩৩ জন ফিলিস্তিনি। এদের মধ্যে ৭৭টি শিশু ছাড়াও রয়েছেন ২৪ নারী ও ১৮জন প্রবীণ ব্যক্তি। হামলায় আহত হয়েছেন ২,৩৮৫ জন।
ইহুদিবাদী আগ্রাসনের প্রতিবাদে গাজা নিয়ন্ত্রণকারী হামাস ইসরাইলে ১ হাজার রকেট ছুড়েছে। হামলায় এখন পর্যন্ত দুই ইসরাইলি নিহত হয়েছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস/ আল জাজিরা

No comments

Powered by Blogger.