মোদির সাহায্য চান অভিনেত্রী জিয়ার মা by রুমি খান

ভারতের নতুন সরকার প্রধান নরেন্দ্র মোদির কাছে মেয়ে হত্যার বিচার চাইলেন বিশিষ্ট অভিনেত্রী জিয়া খানের মা রাবেয়া আমিন। তিনি মোদি সরকারকে পুনরায় এই মামলার তদন্ত করার আহ্বান জানান। রাবেয়ার আশা এতে আসল ঘটনা বের হয়ে আসবে। জিয়া খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জিয়া আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। চেলসি টাউন হলে এ স্মরণসভায় রাবিয়াসহ জিয়ার দুই বোন ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন৷ রাবিয়া আরও বলেন, ঘটনার প্রথমদিন থেকেই আমি নিশ্চিত যে আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আমার মেয়েকে৷ আমি চাই মোদি সরকার এর পুনরায় তদন্ত শুরু করুক। সিবিআই, এফবিআই কিংবা সিট যারাই হোক না কেন, গোটা ঘটনার পুর্নতদন্ত চাই আমি৷ রাবেয়া বলেন, নতুন সরকারের গুছিয়ে নিতে একটু সময় লাগবে৷ তবে, আমি আশাবাদী তারা বিষয়টি অগ্রাহ্য করবে না। তিনি আরও অভিযোগ করেন, তদন্তের ক্ষেত্রে অন্তর্ঘাতের পিছনে প্রভাবশালী রাজনৈতিক নেতাদেরই হাত রয়েছে৷ এর আগে জিয়া খানকে হত্যার অভিযোগে বোম্বে উচ্চ আদালতে মামলা করেছিলেন তাঁর মা রাবেয়া আমিন। মেয়েকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। মামলার অভিযোগে জিয়া খানের মৃত্যু যে আত্মহত্যা নয়, তার ১০টি কারণও উল্লেখ করেছেন রাবেয়া। উল্লেখ্য, গত বছরের ৩ জুন মুম্বাইয়ের জুহুতে নিজ বাসা থেকে জিয়া খানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। কয়েক দিন পর প্রেমিক সুরজ পাঞ্চোলিকে দায়ী করে জিয়ার লেখা সুইসাইড নোট খুঁজে পান তাঁর বোন। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করলে আত্মহত্যায় প্ররোচনার দায়ে সুরজকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। কিছুদিন বন্দী থাকার পর জামিনে মুক্তি পান বলিউডের প্রভাবশালী ও বিতর্কিত অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ। জিয়া খান প্রথম অভিনয় শুরু করেন শিশুশিল্পী হিসেবে। ১৯৯৮ সালে তার অভিনিত প্রথম ‘দিল সে’ ছবি মুক্তি পায়। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৭ সালে অভিনয় করেন রাম গোপাল ভার্মার ‘নিঃশব্দ’ ছবিতে। ছবিটিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন জিয়া। পরে অভিনয় করেন ‘গজনি’ (২০০৮) ও ‘হাউসফুল’ (২০১০) ছবিতে। ২৫ বছর বয়সী জিয়া খানের বড় হন যুক্তরাজ্যে। থাকতেন জুহু বিচ-সংলগ্ন সাগর সংগীত নামের একটি অ্যাপার্টমেন্টে। >>রুমি খান

No comments

Powered by Blogger.