কিছু লোকের হাতে গণতন্ত্র কুক্ষিগত হয়ে আছে : ড. কামাল হোসেন

বিশিষ্ট আইনজীবী সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, কিছু লোকের হাতে আজ গণতন্ত্র বন্দি। গণতন্ত্রকে কুক্ষিগত হতে দেয়া যাবে না। দেশের নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে দেশকে ও দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য তরুণ সমাজকে জেগে উঠতে হবে। শহীদ নূর হোসেনের আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্রের জন্য আরেকবার মাঠে নামতে হবে। তা না হলে দেশের ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হবে। শুক্রবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইয়ুথ মুভমেন্ট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মানবাধিকার? গণতন্ত্র? জেগে উঠো বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, দেশের সকলকে অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশে ফরমালিনমুক্ত রাজনীতির প্লাটফর্ম এখনো আছে। সেখান থেকে আন্দোলন জোরদার করতে হবে। নারায়ণগঞ্জের মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছে সেভাবে সবাইকে আসতে হবে। তিনি বলেন, সরকার দেশের অস্ত্র জনগণের স্বার্থে ব্যবহার না করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। এর ফল কোনোদিন ভালো হয়নি। তিনি নারায়ণগঞ্জের উপ-নির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে বিজয়ী করার আহবান জানান। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে ৫ জানুয়ারি নির্বাচনের নামে ভণ্ডামী করা হয়েছে। এতে কেউ কেউ মনে করছেন যে শেখ হাসিনাকে আর ক্ষমতা থেকে নামানো যাবে না। কিন্তু এটি ভুল কথা। প্রধানমন্ত্রী ওসমান পরিবারের সঙ্গে থাকার কথা বলে মূলত র‌্যাবের পক্ষেই সাফাই গেয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সাংবাদিক নাইমুল ইসলাম খাঁন, সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ, ব্যারিস্টার তুহিন মালিক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা বেগম ও নাগরিক ঐক্যের সুকুমার বড়ুয়া। সভাপতিত্ব করেন ইয়ুথ মুভমেন্ট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট শ্যামা ওবায়েদ।

No comments

Powered by Blogger.