জনগণের অনুভূতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন by আমেনা মহসীন

মহান বিজয় দিবসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার বিষয়টি বিভিন্ন মহলে আলোচিত হবে এটাই স্বাভাবিক। সাধারণত প্রতিবছর বিজয় দিবসে সাভারে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশী রাষ্ট্রদূতরাও শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে থাকেন। এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। এর মধ্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আÍউৎসর্গকারী মুক্তিযোদ্ধা ও অন্যদের আÍত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। কিন্তু এবারে ইইউ’র রাষ্ট্রদূতরা বিশেষ কারণ দেখিয়ে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করা থেকে বিরত থাকেন। তাদের এ আচরণ দুঃখজনক। ইইউর রাষ্ট্রদূতরা সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে বিরত থাকায় সাধারণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়া সৃষ্টি হবে। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার ব্যাপারে ইইউ’র রাষ্ট্রদূতদের কোনো বক্তব্য থাকতেই পারে। কিন্তু এর সঙ্গে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আÍউৎসর্গকারীদের শ্রদ্ধা জানানোর বিষয়টি গুলিয়ে ফেলা ঠিক হয়নি। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বাংলাদেশের জনগণের অনুভূতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন। ইইউ’র রাষ্ট্রদূতদের উল্লিখিত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কূটনৈতিক শিষ্টাচারের সুস্পষ্ট লংঘন।
আমেনা মহসীন : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

No comments

Powered by Blogger.