রাজনৈতিক সহিংসতায় উদ্বিগ্ন জাপান
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাইয়ের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদুত শিরো সাদোসিমা।
সোমবার বিকেলে বাংলাদেশস্থ জাপান রাষ্ট্রদূত এক বিবৃতি দিয়ে এ উদ্বেগের কথা জানান।
তিনি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে এই সহিংসতা বন্ধের সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু জাপান। কোনো ধরনের সহিংসতা জাপান চায় না। তাই বাংলাদেশের এই বর্তমান সংঘাত-সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানাই। এই সংঘাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণের জীবন ও উন্নয়নকে ব্যাহত করছে।”
তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যত স্বার্থে সহিংসতা পরিহার করে একটি গঠনমূলক আলোচনা মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য এবং সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন চায় জাপান।”
No comments