সিরিয়া যুদ্ধের বলি শিশুরা!
সংকটে বিপর্যস্ত সিরিয়ায় শিশুর হাতে বই-খাতা নেই। ওরা যুদ্ধে নেই, পেটের যুদ্ধে শামিল শিশুরা ধুঁকছে। কি দোষ ওদের! কাজের ভারে কেন তারা ন্যুব্জ, চেহারায় কেন বলিরেখা স্পষ্ট? সিরিয়া সংকট সংঘাতে রূপ নেয়ার পর থেকেই পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখো সিরীয়। কিন্তু এসব দেশে আশ্রয় নেয়া শরণার্থী শিশু দু’বেলা দু’মুঠো খাবারের সংস্থানে কেন তারা স্কুল থেকে ঝরে পড়ছে? যুদ্ধের বলি কেন শিশুরা?
জাতিসংঘ একটি প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলছে, সিরিয়ার চলমান যুদ্ধে একটি প্রজন্মের শিশুরা মারাত্মক ক্ষতির শিকার হয়ে বেড়ে উঠছে। সিরিয়ায় যুদ্ধের মুখে আশপাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া শরণার্থী শিশুরা শোষণ এবং অশিক্ষার ঝুঁকির মুখে দিন কাটাচ্ছে। বেঁচে থাকার জন্য কাজ করতে বাধ্য হচ্ছে তারা। লেবানন এবং জর্ডানে আশ্রয় নেয়া ৩ লাখ শিশুই অশিক্ষায় বেড়ে ওঠার ঝুঁকিতে আছে বলে প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। পরিবারের চাহিদা মেটাতে অনেক শিশুকেই ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হচ্ছে। এই শ্রম থেকে বাদ যাচ্ছে না ৭ বছর বয়সী শিশুরাও। জাতিসংঘের হিসাব মতে, ২২ লাখ সিরীয় শরণার্থীর অর্ধেকেরও বেশি শিশু। তাদের অনেকেই যুদ্ধক্ষেত্রের বাইরেও মারাÍক বিপদের মুখে আছে। সিরিয়ায় যুদ্ধের কারণে অনেক শিশুই হয়ে গেছে অভিভাবকহীন।
No comments