একতরফা নির্বাচনের ট্রেন থামা প্রয়োজন- বিশিষ্ট নাগরিক

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফারনানদেজ তারানকো। আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন, আইনজীবী ড. কামাল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ড. শাহদীন মালিক, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ। বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, সংঘাত সহিংসতা আমরা কেউই চাই না। একতরফা নির্বাচনের ট্রেন থামা প্রয়োজন। এতদিন আমরা যা বলে আসছিলাম আজও তাই বলছি। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন, সমঝোতা হলে তফসিল পেছানো সম্ভব। এক্ষেত্রে আমাকে আর আইনের ব্যাখ্যা করতে হচ্ছে না। জাতিসংঘের উদ্যোগের সফলতা ব্যর্থতা সম্পর্কে মন্তব্য করার সময় এখনো আসেনি বলে জানিয়ে তিনি বলেন, অপারেশন চলছে। এ অবস্থায় কতদূর এগিয়েছে তা বলা সম্ভব নয়। ড. শাহদীন মালিক বলেন, একতরফা নির্বাচন আমরা কেউই চাই না। ২০০৮ সালে যেমন সবার অংশগ্রহণে নির্বাচন হয়েছে, এবারও তেমন নির্বাচন চাই। তারানকোর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দল নিউ ইয়র্ক থেকে কোনও ফর্মুলা নিয়ে আসেনি। এখানকার সবার সঙ্গে আলোচনা করেই তারা সমাধান করতে চান।

No comments

Powered by Blogger.