সন্ত্রাসী ছিলেন আফ্রিকার যিশু!
কালো মানুষের মুক্তির দেবতা, আফ্রিকার যীশু, সন্ত্রাসী, একগুঁয়ে এরকম নানা নামে খ্যাত বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসে কিংবদন্তি দক্ষিণ আফ্রিকার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এ যুগের রাজনীতিবিদদের কাছে মানবাধিকারের প্রতীক হিসেবে সমাদৃত হলেও ২০০৮ সাল পর্যন্ত তাকে সন্ত্রাসী নজরদারি তালিকায় রেখেছিল যুক্তরাষ্ট্র।
পরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একটি বিল সই করে ম্যান্ডেলার নাম এ তালিকা থেকে বাদ দেন বলে জানায় ‘দ্য হাফিংটন পোস্ট’। ওই সময়কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস সন্ত্রাসের নজরদারি তালিকায় নেলসন ম্যান্ডেলার মতো একজন মহান নেতার নাম রেখে দেয়াটাকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছিলেন। শেষ পর্যন্ত তালিকা থেকে ম্যান্ডেলার নাম বাদ যাওয়ার পর ২০০৮ সালে তৎকালীন সিনেটর জন কেরিও সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমাদের সরকারের সন্ত্রাসী নজরদারি তালিকায় তিনি নেই দেখে আশ্বস্ত হলাম’। বৃহস্পতিবার জোহানেসবার্গের বাড়িতে ৯৫ বছর বয়সে মারা গেছেন ম্যান্ডেলা। ১৯৪৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বর্ণবৈষ্যমের বিরুদ্ধে বর্ণবাদী শাসকরা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে (এএনসি) একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই চিহ্নিত করেছিল।
No comments