প্রয়োজনে সরকার অচলের ঘোষণা খালেদার by মান্নান মারুফ ও টি এম মামুন

লাগাতার আন্দোলনে সরকারকে বিদায় দিতে পুলিশ ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে এক কাতারে আসার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি এও বলেছেন, “সবাই প্রস্তুত থাকুন। প্রয়োজনে সরকারকে অচল করে দেওয়া হবে।”
রোববার দুপুরে বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে আয়োজিত শোকসমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় আগামী ২৬ মার্চ বিএনপি কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও ‍জানান খালেদা জিয়া।

এছাড়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির আদেশ পরবর্তী সহিংসতায় নিহতদের প্রতি পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেন খালেদা জিয়া।

পুলিশের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার জন্য বগুড়াবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সেনাবাহিনীও পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় নেমেছিলো। কিন্তু গুলি করেনি।”

তিনি বলেন, “সেনাবাহিনী বিদেশে যায় শান্তিরক্ষার জন্য। কিন্তু এ দেশেই যদি শান্তি না থাকে, তাহলে তারা প্রশ্নের সম্মুখীন হবে। তাই সবাইকে এক কাতারে এসে এ সরকারকে বিদায় জানাতে হবে।”

এ সময় বিডিআর বিদ্রোহে সরকার জড়িত মন্তব্য করে অবিলম্বে ‘ব্রিগেডিয়ার জাহঙ্গীরের রিপোর্ট’ প্রকাশের আহবান জানান তিনি।

এর আগে মঞ্চে আরো বক্তব্য রাখেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতের চট্রগ্রাম মহানগরীর আমির ও  সংসদ সদস্য শামসুল ইসলাম প্রমুখ।

No comments

Powered by Blogger.