এ্যালেক্সা র‌্যাংঙ্কিং ও টুলবার কি?

কে এ্যালেক্সা র‌্যাংকিং এ মুহূর্তে ১ নম্বর পজিশনে আছে? এই নিয়ে অনলাইনের মালিকরা নেমেছেন প্রতিযোগিতায়। আজকে এ্যালেক্সা র‍্যাঙ্কিং ও টুলবার কি? এই নিয়ে টাইমস্ আই বেঙ্গলী'র পাঠক ও বিজ্ঞাপনদাতাদের জন্য প্রকাশ করা হল।
এ্যালেক্সা কি?
বিশ্বের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ট্রাফিক র‌্যাংকিং নির্ধারণকারী এ্যালেক্সা (www.alexa.com) ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। এ্যালেক্সা র‌্যাংকিং মূলত কোনো ওয়েব সাইট ও ব্লগের ট্রাফিক, পপুলারিটি ও প্রাসঙ্গিকতা সম্পর্কে ধারণার জন্য ব্যবহৃত হয়। যেমন: কোনো একটি ওয়েবসাইটে প্রতিদিন যত সংখ্যক লোক ভিজিট করে সেটি গণনা করে তার ভিত্তিতে সাইটের র‌্যাংক নির্ধারণ করে থাকে।

এ্যালেক্সা র‌্যাংকিং:
এ্যালেক্সা র‌্যাংকিং এর ক্ষেত্রে দুটো বিষয় দেখা যায়। একটি হলো গ্লোবাল র‌্যাংকিং আর অপরটি হলো কোন দেশের সাপেক্ষে র‌্যাংকিং। আপনার যদি জানতে ইচ্ছে করে এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশী ভিজিট হয় কোন ওয়েবসাইট। তা আপনি জানতে পারবেন এ্যালেক্সা র‌্যাংকিং এর মাধ্যমে। এ্যালেক্সা র‌্যাংকিং এ মুহূর্তে ১ নম্বর পজিশনে রয়েছে গুগল। যে ওয়েবসাইটের র‌্যাংকিং যত কম সে ওয়েবসাইটের পজিশন তত ভালো। 

এ্যালেক্সা টুলবার ব্যবহার করুন:
এ্যালেক্সা টুলবার ব্যবহারের অনেকগুলো সুবিধা রয়েছে। বিশ্বে প্রতারণার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। তাই নির্ভরযোগ্য ও জনপ্রিয় সাইট যাচাইয়ের জন্য এই টুলবার অনেকটা সহায়ক হবে। আপনি যখন কোনো একটি ওয়েব সাইট ভিজিট করবেন তখন এই টুলবারটি অটোমেটিক সেই ওয়েব সাইটের র‌্যাংকিং আপনার সামনে শো করবে। এতে আপনি খুব সহজেই সেই ওয়েবসাইটের পরিসংখ্যান জানতে পারেন। এছাড়া আপনি যখন কোন ওয়েব সাইটে আর্থিক লেনদেন করবেন বা অনলাইনে কাজ করবেন তখন এই টুলের মাধ্যমে আপনি সাইটের অবস্থান, জনপ্রিয়তা, রিভিউ ইত্যাদি জানতে পারবেন যা আপনার জন্য সহায়ক হবে।

টুলবার ডাউনলোড ও ইনস্টল:
এই লিংক থেকে এ্যালেক্সা টুলবারটি ডাউনলোড করে আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন। এবং আপনার ব্রাউজারটি রিস্টার্ট দিন। ব্যাস আপনার ব্রাউজারে এ্যালেক্সা টুলবারটি চলে আসলো।

No comments

Powered by Blogger.