বিচারপতি সৌমিত্র অভিশংসন এড়াতে পারছেন না

অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত বিচারপতি সৌমিত্র সেন বৃহস্পতিবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেও তিনি সম্ভবত অভিশংসন এড়াতে পারছেন না। কারণ, সৌমিত্র সেনের পদত্যাগপত্র যথাযথভাবে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি, রয়েছে পদ্ধতিগত ত্রুটি। এ কারণে রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ না করে আইন ও বিচার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন।
জানা গেছে, কাল সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় অভিশংসনের প্রস্তাবটি আলোচনার জন্য উঠতে পারে। এর আগে এই প্রস্তাবটি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় উত্থাপিত হলে গত ১৮ আগস্ট সেই প্রস্তাবটি পাস হয়। এবার সেই প্রস্তাবই উঠেছে লোকসভায়।
এদিকে বিচারপতি সৌমিত্র সেন তাঁকে অভিশংসন করার আগে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।
সরকারি সূত্রের খবর, ভারতের অ্যাটর্নি জেনারেল জি ই বাহনবতী অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করার পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, দুই বছর ধরে যে প্রক্রিয়া চলছে, তা এখন নষ্ট করতে দেওয়া যায় না। ইস্তফা দিতে হলে রাজ্যসভায় এই প্রস্তাব ওঠার আগেই সৌমিত্র সেনের পদত্যাগ করা উচিত ছিল। ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদও এতে সায় দিয়েছেন।

No comments

Powered by Blogger.