কলকাতার ভুলে সতর্ক ঢাকা

পরশুর আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দাবি, প্রস্তুতি নিয়ে স্বস্তিতেই আছেন তাঁরা। মোট কথা, মেসিদের ম্যাচ আয়োজনে কোনো ফাঁকফোকরই রাখতে চান না কর্মকর্তারা।
গত পরশু কলকাতায় মেসিদের ম্যাচটা ছিল বিশৃঙ্খলায় ভরা। জাতীয় সংগীত নিয়ে বিভ্রাট ঘটেছে। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা দলের নাম ঘোষণার পর বেজে ওঠে ভেনেজুয়েলার জাতীয় সংগীত। এ বড় বিব্রতকর। পরশু আরেক দফা বিব্রত হতে হয় আয়োজকদের। ম্যাচ শেষের আধা ঘণ্টা সংবাদ সম্মেলনে দেখা দেয় লোডশেডিং। রেগে-মেগে বেরিয়েই যান ভেনেজুয়েলার কোচ সিজার ফারিয়াস। সংবাদ সম্মেলনে আসার কথা ছিল মেসির। আর্জেন্টিনা কোচ আলেজান্দ্রো সাবেলা এলেও মেসি আর আসেননি।
যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠটা নিয়েও অসন্তুষ্ট ছিল আর্জেন্টিনা দল। কৃত্রিম ঘাসের মাঠটা ম্যাচের আগে পানি দিয়ে ভেজানো হয়নি। হবে কী করে? মাঠকর্মীদের ঢুকতেই দেয়নি পুলিশ। চরম অপেশাদারির পরিচয় দিয়ে পুলিশের সদস্যরা ম্যাচ শেষে ব্যস্ত ছিলেন মুঠোফোনে মেসির ছবি তুলতে। সংবাদমাধ্যমের তথ্য ও নির্ভরযোগ্য সূত্র থেকে আরও জানা গেছে, ম্যাচ শুরুর আগে নিরাপত্তাবেড়া টপকে ডাগ-আউটে চলে আসে দর্শকেরা। ইচ্ছেমতো তারা দাপিয়ে বেড়িয়েছে ডাগ-আউট ও এর আশপাশে। এসব প্রতিরোধে পুলিশের তেমন তৎপরতা ছিল না। কলকাতার এসব বিশৃঙ্খলার কথা সবই জানা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। বিষয়গুলো তাঁর দৃষ্টিগোচর করতেই বললেন, ‘ওরা ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনাও করেছি। আশা করি আমাদের এখানে এমন ভুল হবে না। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমরা সবকিছু ঠিকঠাক মতোই করতে পারব।’ কলকাতায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ শেষে খেলোয়াড়দের দেওয়া হয় ক্রেস্ট। এখানে ম্যাচ শেষে সেসব দেওয়ার চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন সালাউদ্দিন, ‘খেলা শেষ হওয়ার পর আর কোনো আনুষ্ঠানিকতা রাখিনি।’
মেসিদের ঢাকা সফরের সর্বশেষ অবস্থা তদারক করতে কাল বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তাঁর সঙ্গে আলোচনা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন, ‘ আমরা এতদিন কী কী করেছি, তা নিয়ে পর্যালোচনা করলাম। দলের নিরাপত্তা, হোটেল-ব্যবস্থাপনা অর্থাৎ আয়োজনের পুরো ছবি সালমান এফ রহমানকে জানিয়েছি। আমাদের কিছু কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন ছিল, সেসব উনি শুধরে দিলেন এবং কিছু উপদেশও দিলেন। সব মিলিয়ে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজন নিয়ে স্বস্তিতেই আছি আমরা।’

No comments

Powered by Blogger.