ঈদের ছুটির পর সূচক কমেছে পুঁজিবাজারে

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেশ কয়েকবার সূচক ওঠানামা করে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির অভিহিত মূল্য ১০ টাকা করার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্তে ঈদের আগের দুই কর্মদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এরই ধারাবাহিকতায় আজও লেনদেন শুরু হয়। তবে ঈদের ছুটির পর বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকায় বাজারে এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮.৯১ পয়েন্ট কমে ৬১৯৩.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের ১০ মিনিটে সূচক ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়। আধা ঘণ্টা শেষে সূচক আগের দিনের চেয়ে চার পয়েন্ট কমে যায়। এরপর আবারও ঊর্ধ্বমুখী হয় সূচক। এভাবেই দিনভর সূচক ওঠানামা করে।
আজ লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩০৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪০ কোটি টাকা কম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, কেয়া কসমেটিকস, এনবিএল, ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক ও এমআই সিমেন্ট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৭.৪৩ পয়েন্ট কমে ১৭৫৮৫.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৭৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত আছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম।

No comments

Powered by Blogger.