ইরানে ১০০ কারাবন্দীকে সাধারণ ক্ষমার নির্দেশ

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার ১০০ কারাবন্দীকে সাধারণ ক্ষমার নির্দেশ দিয়েছেন। ক্ষমা পাওয়া বন্দীদের মধ্যে কয়েকজন ২০০৯ সালের নির্বাচন-পরবর্তী বিক্ষোভে জড়িত ছিলেন। ওই নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদ দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহের গতকাল রোববার জানায়, ধারণা করা হচ্ছে, পবিত্র রমজান মাসের শেষের দিনগুলোর পাশাপাশি ওই কারাবন্দীদের সাধারণ ক্ষমার নির্দেশ দেওয়া হয়। ইরানে কখনো কখনো রমজান মাসে বন্দীদের মুক্তি দেওয়া হয়ে থাকে।
ক্ষমা পাওয়া ১০০ বন্দীর মধ্যে শনিবার রাতেই তাৎক্ষণিকভাবে ৭০ জনকে মুক্তি দেওয়া হয়। বাকিদের সাজা কমানো বা স্থগিত করা হতে পারে। তবে মুক্তি পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

No comments

Powered by Blogger.