যে নিয়মের বলি বোল্ট

একবার ফলস স্টার্ট করলেই সঙ্গে সঙ্গে বাদ, এই নিয়ম আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ) কার্যকর করেছে গত বছর জানুয়ারি থেকে। নিয়ম হলো, গুলি করার দশমিক ১০ সেকেন্ডের আগে কেউ দৌড় শুরু করতে পারবেন না। গবেষণায় দেখা গেছে, এই সময়টার আগ পর্যন্ত মস্তিষ্ক গুলির শব্দে সাড়া দেয় না। কাল বোল্ট সেই ‘অপরাধে’ই অপরাধী হয়ে গেলেন।
আগে একজন অ্যাথলেট দুবার ফলস স্টার্ট করলে বহিষ্কৃত হতেন। ২০০৩ সালে নিয়ম পাল্টে যায়। নতুন নিয়ম হয়—প্রথমবার কেউ ফলস স্টার্ট করলে সবাইকে সতর্ক করে দেওয়া হবে, এর পর কেউ ফলস স্টার্ট করলেই বাদ। কিন্তু ২০০৯ সালে আইএএএফ জানিয়ে দেয়, পরবর্তী জানুয়ারির শুরু থেকে কোনো ফলস স্টার্টই আর গ্রহণযোগ্য হবে না।
এর আগে ১৯৯৬ অলিম্পিকে ১০০ মিটারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিনফোর্ড ক্রিস্টি দুবার ফলস স্টার্ট করে বহিষ্কৃত হন। বোল্টের বাদ পড়া ছাপিয়ে গেল সেটিকেও।

No comments

Powered by Blogger.