পীরগাছায় ঈদের বাজার জমজমাট

রংপুরের পীরগাছায় শেষ মুহূর্তে এসে ঈদের বাজার জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা।
উপজেলা সদরের রাজা নিউমার্কেট, কলেজ রোড, সোনালী ব্যাংক রোড, বালিকা বিদ্যালয় রোড, রেলস্টেশন বন্দর গরিবের মার্কেট, চৌধুরাণী বাজারের আলম মার্কেট, মণ্ডল মার্কেট ও ইউপি সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় ও জমজমাট বেচাকেনা দেখা গেছে। এ বছর কাপড়ের দাম দ্বিগুণ হওয়ায় সাধারণ ও নিম্ন আয়ের মানুষ কেনাকাটা করতে হিমশিম খাচ্ছে। ফলে তারা কম দামের সামগ্রীর দোকানে গিয়ে তাদের কেনাকাটা সারছে।
প্রতিটি দোকানে দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট, প্যান্ট ও জুতার ক্রেতারা বেশি কিনছে। প্রসাধনীর দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়; তবে ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা এবার বিভিন্ন জিনিসের দাম গতবারের চেয়ে দ্বিগুণের বেশি নিচ্ছেন।
পীরগাছা বাজারের বিসমিল্লাহ ক্লথ স্টোরের মালিক নুরুল ইসলাম জানান, এবার ঈদে বিক্রি বেশ ভালোই হচ্ছে।
চৌধুরাণী বাজারের আলম মার্কেটের ব্যবসায়ী আবুল বাসার জানান, ক্রেতাদের আকৃষ্ট করা ও চাহিদা মেটাতে দেশি-বিদেশি শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন ফ্যাশনের পোশাক সরবরাহ নিশ্চিত করেছেন তাঁরা

No comments

Powered by Blogger.