ভারত-পাকিস্তান ক্রিকেট আগামী বছরই!

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক শীতল সম্পর্কে বারবার উষ্ণতা এনেছে ক্রিকেট। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সাম্প্রতিক ভারত সফরও আবার খুলে দিয়েছে সেই পথ। নিরপেক্ষ ভেন্যুতে দুই দেশের একটি দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দুই রাষ্ট্রই।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ইজাজ বাট গত সপ্তাহে ভারত সফর করেছেন। দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনায় জেগে উঠেছে পাক-ভারত ক্রিকেট সিরিজ শুরু হওয়ার সম্ভাবনা। দেশে ফিরে লাহোর থেকে টাইমস অব ইন্ডিয়াকে বাট দিয়েছেন সে রকম আভাসই, ‘আমি এটুকু বলতেই পারি, ক্রিকেট সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ভারত-পাকিস্তানকে এগিয়ে যেতে বলা হয়েছে। উপযুক্ত ফাঁকা সময়ের জন্যই এখন অপেক্ষা।’
তবে বিসিসিআই এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সেপ্টেম্বরজুড়েই ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন চ্যাম্পিয়নস লিগ নিয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড আসবে ভারতে। এর ঠিক পরপরই ভারত যাবে অস্ট্রেলিয়ায়। এত ব্যস্ত সূচির মধ্যে পাকিস্তানের বিপক্ষে এফটিপির বাইরে সিরিজ খেলার সময় কোথায় ভারতের? বিসিসিআইর এক কর্মকর্তা বলেছেন, ‘অন্তত এ বছরে সময়টাই একটা সমস্যা। তবে ২০১২ সালের শুরুতে যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটা খেলা হবে।’
কিন্তু সিরিজটা হবে কোথায়? যত দূর জানা গেছে, নিরপেক্ষ ভেন্যুর সংক্ষিপ্ত তালিকায় এগিয়ে আছে ইংল্যান্ড।

No comments

Powered by Blogger.