ভবানীপুর কেন্দ্র থেকে লড়ছেন মমতা

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো তিনি বিধায়ক পদ গ্রহণ করেননি। ভারতের সংবিধান অনুসারে, মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন করে জয়ী হয়ে আসতে হবে। সে লক্ষ্যে মমতা এবার কলকাতার ভবানীপুর কেন্দ্রে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভবানীপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক সুব্রত বকসী গতকাল শুক্রবার মমতার ওই কেন্দ্রে লড়ার জন্য তাঁর বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যে তিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পৌঁছে দিয়েছেন। সুব্রত বকসী অবশ্য এখনো রাজ্যের পূর্তমন্ত্রী।
এদিকে মমতা এখনো তাঁর লোকসভার সদস্যপদ ছাড়েননি। জানা গেছে, এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরের আগে মমতা নয়াদিল্লিতে গিয়ে লোকসভার স্পিকারের কাছে তাঁর সদস্যপদে ইস্তফা দেবেন।

No comments

Powered by Blogger.