নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত

সিরিয়ায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের আহ্বান জানানোর পর গতকাল দেশটিতে সরকারবিরোধীরা নতুন করে বিক্ষোভ করে। এদিকে বাশার আল-আসাদকে পদত্যাগের পশ্চিমি আহ্বানের বিরোধিতা করেছে রাশিয়া।
সিরিয়ায় মানবাধিকার-বিষয়ক পর্যবেক্ষক দল জানায়, গতকাল নিরাপত্তা বাহিনীর গুলিতে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারায় দুই শিশুসহ ১০ জন, কেন্দ্রীয় শহর হোমসে তিনজন ও দামেস্কের উপশহরে একজন নিহত হয়।

No comments

Powered by Blogger.