পশ্চিমবঙ্গ নামই বহাল থাকছে

পশ্চিমবঙ্গের নাম বাংলায় পশ্চিমবঙ্গই থাকছে। তবে ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’-এর স্থলে রোমান হরফে লেখা হবে পশ্চিমবঙ্গ। গতকাল শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে সর্বদলীয় এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
ভারতে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বা ডব্লিউ বি হিসেবে পরিচিত ছিল। এবার ইংরেজিতে করা হবে পশ্চিমবঙ্গ বা সংক্ষেপে পি বি।
এই নাম কেন্দ্রীয় সরকার ও ভারতের সংসদ অনুমোদন দিলে যানবাহন বা অন্যান্য নেমপ্লেট এবং সরকারি নথিপত্রে ডব্লিউ বি-এর স্থলে হবে পি বি। সর্বদলীয় বৈঠকে বামফ্রন্টসহ অন্যান্য দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে সর্বসম্মতভাবে পশ্চিমবঙ্গ নামটিকেই বেছে নেন।
এই রাজ্যের নাম বদলে বাংলা, বেঙ্গল, বঙ্গ, বঙ্গপ্রদেশ, গৌড়বঙ্গ, বঙ্গদেশ, বঙ্গভূমি ইত্যাদি রাখার প্রস্তাব এসেছিল।
ক্ষমতা গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের ঘোষণা দেন।
সেই লক্ষ্যে ৩ আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে রাজ্যের নাম পরিবর্তন নিয়ে প্রথম সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তী বৈঠকের জন্য দিন ধার্য হয় ১৯ আগস্ট। গতকাল সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ নাম চূড়ান্ত হয়।

No comments

Powered by Blogger.